মালদ্বীপে করোনায় বাংলাদেশির মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুন ২, ২০২০ আলমগীর হোসেন (মালদ্বীপ): দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মালদ্বীপের দেশটিতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০২ জুন) দেশটির সংবাদ মাধ্যম সানএমভি’র সূএমতে, মালদ্বীপেরর রাজধানী মালে শহরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমইচ) টনিকক্লোনিক সিজারের সময় ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (০১) জুন সন্ধ্যায় ৩৩ বছর বয়সী এই যুবক বাংলাদেশিকে আইজিএমইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে করোনা পরীক্ষায় তিনি পজেটিভ শনাক্ত হন। আজ মঙ্গলবার (০২ জুন) সকালে বাংলাদেশি সেই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সানের প্রতিবেদনে জানানো হয়। উল্লেখ্য; ২৯ এপ্রিল করোনায় মালদ্বীপে ৮৩ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে এখন পর্যন্ত ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশই বাংলাদেশি পুরুষ শ্রমিক। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৬৯ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন