মালিন্দো এয়ার মালিন্দো এয়ার ঢাকায় ফ্লাইট চালানোর অনুমতি পেল ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০ ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালিন্দো এয়ার। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে আনুষ্ঠানিকভাবে এখনো সে ঘোষণা দেয়নি এয়ারলাইনসটি। জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমতি পেয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লায়ন এয়ার গ্রুপের মালিকানাধীন মালিন্দো এয়ার। জুলাই ৭ তারিখ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট চালুর পরিকল্পনা নিচ্ছে এয়ারলাইনসটি। এ ফ্লাইটে মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ান নাগরিক যারা বিয়ে করেছেন, যারা সেকেন্ড হোম করেছে, স্টুডেন্টস ও প্রফেশনাল ভিসায় যারা আছে, শুধু তারাই এ মুহূর্তে যেতে পারবেন। এ প্রসঙ্গে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, মালিন্দো এয়ারে চড়ে কেবল ট্রানজিট যাত্রী ও মালয়েশিয়ার রেসিডেন্স পারমিটধারীরা যাতায়াত করতে পারবেন। বাংলাদেশী প্রবাসী শ্রমিকরা এখনই মালয়েশিয়ায় যেতে ও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না। মালিন্দো এয়ারের স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে বলেন, আমরা ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছি। তবে এখনো ফ্লাইট শিডিউল ঠিক হয়নি। আশা করছি, শিগগিরই এটি শুরু হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১০২ শেয়ার করুন ভ্রমণ শেয়ার করুন