যশোরের শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি রুপা উদ্ধার যশোরের শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি রুপা উদ্ধার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০ এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ২শ’ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৭ আগস্ট) ভোরে শার্শা থানার গোগা গাজিপাড়া সীমান্ত মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর এলাহী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণের রুপা এনে গোগা গাজিপাড়া মাঠে অবস্থান করছে। এ সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি ২শ’ গ্রাম রুপা উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা আগেভাগে পালিয়ে যায়। উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেয়া হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৪৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন ভারতীয় রূপা উদ্ধার