যশোর সিভিল সার্জন আবু শাহীন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

এসএম স্বপন,যশোর: করোনা আক্রান্ত হয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। রোববার (১২ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে সিভিল সার্জনের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গত কয়েকদিন যাবত জ্বর হওয়ায় তিনি শনিবার (১১ জুলাই) নিজের নমুনা সংগ্রহ করে যবিপ্রবি ল্যাবে পাঠিয়েছিলেন। তবে রোববার ফলাফল পজিটিভ এসেছে।

সিভিল সার্জন বলেছেন, প্রাথমিকভাবে তিনি সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করবে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা (কোভিড-১৯) পরীক্ষণ দলের সদস্য ডক্টর শিরিন নিগার জানিয়েছেন, ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের পজিটিভ এবং ১৩৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

এরমধ্যে যশোরে ৩২ জনের মধ্যে ১৫ জন, মাগুরার ১২ জনের মধ্যে ১ জন, বাগেরহাটের ৮০ জনের মধ্যে ২০ জন এবং সাতক্ষীরার ৯৪ জনের মধ্যে ৪৪ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১১ জুলাই পর্যন্ত যশোরে মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৯৬৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৮৭ এবং মারা গেছেন ১৪ জন।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।