যৌন নিপীড়নের অভিযোগে মক্তব শিক্ষকের এক বছরের কারাদণ্ড যৌন নিপীড়নের অভিযোগে মক্তব শিক্ষকের এক বছরের কারাদণ্ড ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০ কাপাসিয়া সংবাদদাতা: গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত পল্লীতে যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার এক মক্তব শিক্ষককে ১ বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। আদালত সূত্র জানান, উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্ত্তুনিয়া গ্রামের রহম আলীর পুত্র নজরুল ইসলাম (৪৮) সকাল বেলা মক্তবে ছোট ছোট কোমলমতী ছেলে মেয়েকে কুরআন শরীফ ও ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকেন। দীর্ঘদিন যাবত মক্তব ছুটির পর কৌশলে একজন করে ছাত্রীকে আটকে রেখে তিনি যৌন নিপীড়ন করে থাকেন এবং তা প্রকাশ না করতে ছাত্রীদেরকে ভয়-ভীতি ও কড়া হুশিয়ারি দিয়ে আসছেন। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ওই গ্রামে হাজির হয়ে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্ত নজরুল ইসলামকে এক বছরের কারাদ- প্রদান করেন। উল্লেখ, অভিযুক্ত নজরুল ইসলাম একই সাথে ছেলদিয়া বালিকা দাখিল মাদরাসা নৈশ প্রহরী পদে কর্মরত রয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৮০ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন গাজীপুরমক্তব শিক্ষকযৌন নিপীড়ন