রংপুরে চোরাই গরুসহ আটক ৩

রংপুরে চোরাই গরুসহ আটক ৩

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০

রংপুর সংবাদদাতা: রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার মাদারহাটে চোরাই গরুসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

সোমবার (১৩ জুলাই) ভোররাতে পীরগঞ্জ উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে পীরগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা এলাকা থেকে চারটি গরু চুরি করে চোররা একটি পিকআপ ভ্যানে বগুড়া নিয়ে যাচ্ছিল। রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা মাদারহাট এলাকায়  যানজটে আটকা পড়ে পিকআপ ভ্যানটি।

এ সময় এলাকার লোকজনের সন্দেহ হয়। সেখানে তারা গরুচোরদের আটক করে গণধোলাই এবং পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আকটকৃতরা হলেন,  বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ ছত্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন সাকিদা ,একই উপজেলার সংসারদিঘি গ্রামের বিজেন মালীর ছেলে বিচিত্র মালী ,ও নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মাহবুবার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন গরুচোরকে থানায় আটক রাখা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই গরুগুলো পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার।

ইতোমধ্যে গরুগুলোর বিষয়ে মিঠাপুকুর থানাকে জানানো হয়েছে। গত রাতে মিঠাপুকুর উপজেলা থেকে গরু চুরি হয়েছে। আটক গরু ও আগুন ধরিয়ে দেওয়া পিকআপটি পীরগঞ্জ থানার হেফাজতে রয়েছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।