রাজশাহীতে অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখায় এক গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি রাজশাহীতে অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখায় গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ মুক্তার হোসেন (রাজশাহী প্রতিনিধি): রাজশাহীতে অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখায় এক গ্রাহকের ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।সোমবার (২০ জুলাই) দুপুরে ব্যাংকের ভেতর থেকে টাকাটা চুরি হয়েছে। ওই গ্রাহকের নাম রিপন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুপুরে ভুক্তভোগী গ্রাহক রিপন ব্যাংকের ভেতর পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে ভর দিয়ে চেক লিখছিলেন। কোনো এক সুযোগে তার পায়ের কাছ থেকে ব্যাগ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি করার পাঁচ মিনিট পর তিনি বুঝতে পারেন তার ব্যাগ চুরি গেছে। তিনি আরও জানান, আমরা ব্যাংকের সিসিটিভির ফুটেজ দেখে ব্যাগ চুরি হওয়ার প্রমাণ পেয়েছি। গ্রাহক আমাদের বলেছেন, তার ব্যাগে ১৭ লাখ টাকা ছিলো। আমরা এখন বিষয়টি তদন্ত করে দেখবো। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৪৪ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন অগ্রণী ব্যাংককর্পোরেট শাখাটাকা চুরিরাজশাহী