রাজশাহীতে যৌন কাজে লিপ্তের সময় বিএনপি নেতা ফিরোজ কবির আটক

রাজশাহীতে যৌন কাজে লিপ্তের সময় বিএনপি নেতা ফিরোজ কবির আটক

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০

মুক্তার হোসেন (রাজশাহী প্রতিনিধি): রাজশাহীর একটি আবাসিক হোটেলে অবৈধভাবে যৌন কাজে লিপ্ত হওয়ার সময় হাতেনাতে রাজপাড়া থানা পুলিশের হাতে গ্রেফতার অতঃপর কোর্টের মাধ্যমে ছাড় পেয়েছে তানোর মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সা: সম্পাদক ফিরোজ কবির বলে অভিযোগ উঠেছে।

বিএনপি নেতা ফিরোজ কবিরের এ চাঞ্চল্যকর ঘটনাটি নিজের এলাকায় ফাঁস হয়ে পড়লে উপজেলা জুড়ে দেখা দেয় আলোচনা-সমালোচনার ঝড় ও পাড়া মহল্লার চায়ের দোকানে বইছে মুখোরচক টক’শো।

একটি নির্ভরযোগ্য গোপন সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ জুলাই রাজশাহী একটি আবাসিক হোটেলে অবৈধভাবে যৌন কাজে লিপ্ত থাকার সময় তানোর মুন্ডুমালা পৌরসভা বিএনপির সাবেক সা: সম্পাদক ফিরোজ কবির রাজপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে আটক হন।

এসময় রাজপাড়া থানা থেকে ফিরোজ কবির’কে ছাড়িয়ে নিতে তানোর উপজেলা বিএনপির আরেক নেতা রাতভর তদবির চালিয়ে পরের দিন ২৬ জুলাই রবিবার কোর্টের মাধ্যমে ফিরোজ কবিরকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

এমন চাঞ্চল্যকর বিষয়ে মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের ফোনে, ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করে বলেন, এসব সামান্য বিষয়ে কোন খবর প্রকাশ না করে তার সাথে দেখা করতে বলে ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন।

তবে বিষয়টি নিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের কাছে জানতে ফোন দেয়া হলে তিনি বলেন, আমি বাহিরে আছি আপনি থানায় আসেন রেকর্ড দেখে আপনাকে সব তথ্য দেয়া হবে বলে তিনি জানান।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।