রামগঞ্জে এক সপ্তাহে তিন খুন!

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ধর্ষণ, পারিবারিক বিরোধ ও মাদক সেবনকে কেন্দ্র করে এক সপ্তাহে ৩টি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩টি হত্যা মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত শনিবার (৮ আগস্ট) ভাটরা ইউনিয়নের বাউড়খাড়া গ্রামের বাহারুল আলম বাহার একই গ্রামের কিশোরী ফাতেমা আক্তার প্রিয়াকে ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় প্রিয়ার বাবা লোকমান হোসেন বাদী হয়ে বাহার ও তার স্ত্রী রাবেয়া বেগমকে আসামি করে হত্যা মামলা করেন। পরে বাহারকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে গত সোমবার (১০ আগস্ট) নোয়াগাঁও ইউনিয়নের সাউদিরখিল গ্রাম মোল্লা বাড়ির মহসিনের ছেলে জহিরুল ইসলাম জনি ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানজিলা রহমান আয়নাকে হত্যা করে। এ ঘটনায় আয়নার ভাই সাইফুর রহমান বাদী হয়ে জনিসহ ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় জনিকে গ্রেফতার করে পুলিশ। আয়না ঢাকা ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি বরিশাল সদর থানার পান্থপ নাবিক নীড় ভাটিখানা গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

একই দিন পৌর সোনাপুর গ্রামের আঠিয়া বাড়িতে মাদক সেবন করতে গিয়ে বন্ধুদের হামলায় আহত রিয়াদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিয়াদ উপজেলার পৌর সোনাপুর আঠিয়া বাড়ির মৃত কলিম উল্যার ছেলে। হঠাৎ হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন এলাকাবাসী।

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডে তাৎক্ষণিক মামলা নেওয়া হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।