রামগঞ্জে করোনায় দুই জনের মৃত্যু, চলছে লকডাউন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে করোনা উপসর্গে নতুন করে দুই জনেরর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়ে রামগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মারা যান ৫ জন। এ ছাড়া ২৪ ঘন্টায় বুধবার রাত ১০ টা পর্যন্ত রামগঞ্জে সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মিনীসহ জেলায় নতুন আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া তৃতীয় দিনেও চলছে লক্ষ্মীপুর জেলার ৫ টি উপজেলার রেডজোন এলাকায় লকডাউন। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এই তথ্যটি নিশ্চিত করেছে জানান, সকালে রামগঞ্জ পৌর শহরের আঙ্গার পাড়া এলাকার বাসিন্দা বাবুল কাজী (৬৫) এর করোনা উপসর্গ নিয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসার জন্য।পরে ভর্তি হতেই মারা যান তিনি। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। এছাড়া গত ২৪ ঘন্টায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৮০ বছর বৃদ্ধ সুলতান পাটোয়ারী মারা যায়। নমুনা সংগ্রহ করা হয়ে ওই বৃদ্ধের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৭৪ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন