রামগতিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির পশ্চিম চর কলাকোপা এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক (আসামি) মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্ব) ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিন (বুধবার) সকালে গ্রেফতারকৃত আসামি মাকছুদকে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে নির্যাতিত শিশুর মা। রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত মাকছুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং আদালতে জবানবন্দি রেকর্ড করার জন্য পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৪ আগষ্ট সন্ধ্যায় চকলেটের লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ডেকে নেয় মাকছুদ। পরে নিজ ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর এটিকে ধামা-চাপা দেয়ার জন্য চেষ্টা করে অভিযুক্ত মাকছুদের লোকজন। বুধবার সকালে এ ঘটনায় রামগতি থানায় মামলা দায়ের করা হয়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১১২ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন লক্ষ্মীপুর-রামগতিশিশু ধর্ষক গ্রেফতার