রায়পুরে এক প্রবাস ফেরত যুবকের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার

রায়পুরে এক প্রবাস ফেরত যুবকের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুর থেকে প্রবাস ফেরত যুবক আব্দুল কাদের’র মৃদদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।উপজেলা কোরোয়া এলাকায় পুকুরে কাদের’র মৃতদেহ লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পুলিশ জানান, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে প্রবাস ফেরত আব্দুল কাদের’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। মৃত আব্দুল কাদের কেরোয়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে। এ ঘটনায় জয়নাল আবেদিন বাদী হয়ে থানায় অপমৃত মামলা করেছেন।

মৃত কাদের এর পিতা জয়নাল আবেদিন জানান, প্রায় দুই বছর আগে আব্দুল কাদের সৌদিআরব থেকে লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া এলাকায় বাড়ীতে আসে। এরপর আর যাওয়া হয়নি তার। শুক্রবার (০২ অক্টোবর) তার ইচ্ছাতেই পারিবারিকভাবে একই উপজেলার চরমোহনা ইউপির চালতাতুলি এলাকার মোখলেস ও রোকেয়া বেগমের মেয়ে সুমি আক্তারের সাথে বিয়ের দিন ধার্য হয়।

এর পর শুক্রবার ভোরে বাড়ীর সুপারি বাগানের ভিতর পরিত্যাক্ত পুকুরে কাদেরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। তবে কি কারনে তার ছেলের মৃত্যু? মৃতদেহ পুকুরে কেন ? কারা মেরে ফেলেছে না সে আতœহত্যা করেছে সে। এমনটি ভেবে উঠতে না পারার কথা জানান তিনি।

তবে ময়নাতদন্তে যানা যাবে আতœহত্যা না হত্যা এমন কথায় রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, প্রবাস ফেরত কাদেরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।