রায়পুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার রায়পুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে রাছেল (২২) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের (৫নং ওয়ার্ড) চরলক্ষী গ্রামের মাঝি বাড়ীর পাশস্থ একটি সুপারী বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। রাছেল একই এলাকার শেকান্তর মাঝির ছেলে। স্থানীয় ইউপি সদস্য শাহাজান মোল্লা জানান, রাছেল নিহত হওয়ার ১ মাস আগে বিয়ে করে। তাদের বিয়ে নিয়ে বাড়ীর পারিবারিক মনোমালিন্য ছিল। তার মৃত্যু রহস্যজনক বলে মনে করেন এলাকাবাসী। রায়পুরস্থ হাজীমারা পুলিশ ফাঁড়ি পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের যুবক রাছেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা- ময়না তদন্তের রির্পোটের পর বলা যাবে। তবে এ ব্যাপারে নিহতের স্বজনরা থানায় ইউডি মামলা করেছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৫৮ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধাররায়পুরলক্ষ্মীপুর