রায়পুরে করোনা উপসর্গে ইউপি চেয়ারম্যান শাহজাহান কামালের মৃত্যু

রায়পুরে করোনা উপসর্গে ইউপি চেয়ারম্যান শাহজাহান কামালের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: মহামারি বা প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেন তার বড় ছেলে রায়পুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তানজিদ কামাল।

তানজিদ কামাল জানিয়েছে, তার বাবা শাহজাহান কামাল করোনা আক্রান্ত হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ২৬ দিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

এরআগে গত ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি শহীদ উল্যা মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ২জন ইউপি চেয়ারম্যান মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। আর করোনার উপসর্গে মারা গেছেন ৬৭ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬ জন। জেলায় মোট করোনা শনাক্ত ১১২৩ জন। মোট সুস্থ ৭৬৯ জন।

স্থানীয়রা জানান, ‘ঈদুল আযহা’কে সামনে রেখে মানুষের বিভিন্ন গরু বাজার এবং হাটবাজারগুলোতে জটলা বেড়ে গেছে। মানুষ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করছেনা।

অপরদিকে মানুষের মধ্যে সচেতনাবোধ না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসছেনা বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।