রায়পুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ রায়পুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মিনি পিকআপ ও কংকরবোঝাই এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে পিকআপের চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শনিবার (৪ জুলাই) মধ্যরাতে রায়পুর-চাঁদপুর সড়কের চৌধুরিপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঢাকা নারায়নগঞ্জ ও অন্যজন মুন্সিগঞ্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার সকালে রায়পুর থানার পুলিশ ওই দু’চালকের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনাযুক্ত ট্রাক-পিকআপ খালে পড়ে পাওয়ায় উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানান, শনিবার রাত ৩ টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরিত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরিপুলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক (৪০) মারা যান এবং ট্রাক চালক (৪৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। তবে এখনও নিহদের পুরো নাম ও ঠিকানা সঠিক ভাবে জানা যায়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তোতা মিয়া বলেন, নিহত দু’জনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল প্রেরণ হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। পড়ে যাওয়া ট্রাক ও পিকআপ খাল থেকে উদ্ধার করে জব্দ করা হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩৪৪ শেয়ার করুন সড়ক দুর্ঘটনা শেয়ার করুন