রায়পুরে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উত্তর চরবংশী ইউনিয়নে শনিবার (১৩ জুন) দুপুরে বজ্রপাতে মারা যায় কৃষক মোহাম্মদ আলী কালু ( ৫০)। কালু উত্তর চরবংশী ইউপির কুচিয়ামারা জমাদার বাড়ির মৃত আবদুল কাদের জমাদার মেঝো ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর। তিনি জানান,শনিবার দুপুরে কৃষক মোহাম্মদ আলী কালু ঘাসিয়াচরে বৃষ্টির মধ্য কৃষি কাজ করছিলো। হঠাৎ করে আকাশে বজ্রপাতে অগ্নিশিখা দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

কালু সংসারে স্ত্রী, চার মেয়েও দুই পুত্র সন্তান রয়েছে।
ফাঁড়ির পুলিশে ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুঃখজনক।

 

ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ