শামীমা নূর ওরফে পাপিয়া ও মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী রিমান্ড শেষে পাপিয়া-সুমন কারাগারে ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে বিমানবন্দর থানার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন এ দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১১ মার্চ এ মামলায় পাপিয়া ও তার স্বামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন শেরেবাংলা নগর থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়ও ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কিন্তু করোনার কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময়কালে পাপিয়াসহ আসামিদের গ্রেপ্তার করে র্যাব। ২৪ ফেব্রুয়ারি পাপিয়া এবং তার স্বামীর তিন মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২০৭ শেয়ার করুন আইন আদালত শেয়ার করুন মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীশামীমা নূর ওরফে পাপিয়া