রূপালি ইলিশে ভরপুর লক্ষ্মীপুর বাজার

রূপালি ইলিশে ভরপুর লক্ষ্মীপুর বাজার

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ছে। বাজারগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও কমেছে। তাই ক্রেতা-বিক্রেতার হাঁকাহাঁকিতে সরগরম হয়ে উঠেছে ইলিশের বাজার।

জানা গেছে, ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়লেও কম দামে ইলিশ বিক্রি করে জেলেরা খুশি। দীর্ঘদিন পর প্রচুর রূপালি ইলিশ ধরা পড়েছে এ কারণে খুশি জেলেরা। তবে ছোটো ইলিশের চেয়ে বড় ইলিশ মাছের প্রতিই ক্রেতাদের আগ্রহ অনেকটা বেশি লক্ষণীয় ছিলো।

লক্ষ্মীপুর, রায়পুর, মীরগঞ্জ, তোরাবগঞ্জসহ বেশ কয়েকটি বাজারে ঝুড়িতে রূপালি ইলিশ সাজিয়ে রাখে বিক্রেতারা। বিভিন্ন আকারের ইলিশ মাছে ভরপুর ছিলো বাজারগুলো। ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে ক্রেতাদের ডাকছেন। দাম কম হওয়ায় ঘুরে ঘুরে ইলিশ কিনছেন ক্রেতারাও।

ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে, কেজিপ্রতি ৩’শ থেকে ৫’শ টাকা, মাঝারি ইলিশ ৫’শ থেকে ৭’শ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বাজারভেদে বিক্রি হচ্ছে ৭’শ থেকে ১২’শ টাকা করে।

দিন যত যাচ্ছে ইলিশ সরবরাহ তত বাড়ছে। কমছে দামও। ব্যবসায়ীরা বলছেন, এখন ইলিশের মৌসুম। এজন্য ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এ জন্যই বাজারগুলো ভরপুর ইলিশে। তাই দামও কম। কিছুদিন পর ইলিশের সরবরাহ আরও বাড়বে।

উল্লেখ্য; লক্ষ্মীপুরের মেঘনা নদীতে এখন ইলিশ ধরার ধুম। দিনে-রাতে মাছ ধরেই ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কাঙ্খিত ইলিশ মাছ ধরা পড়ায় বেজায় খুশি তারা।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।