লক্ষ্মীপুরে অতিরিক্ত লোডশেডিং, পিডিবি’র নির্বাহী প্রকৌশলীকে নোটিশ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম ইলিয়াস হাওলাদার স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার (৩০ আগস্ট) নোটিশটি তিনি ডাকযোগে রেজিস্ট্রি করে লক্ষ্মীপুরের পিডিবি নির্বাহী প্রকৌশলীর ঠিকানায় পাঠিয়েছেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শাখারিপাড়া এলাকার বাসিন্দা। পৌরসভার ১৫ ওয়ার্ডে প্রায় ১ লাখ মানুষের বসবাস। এর মধ্যে অধিকাংশই বৃদ্ধ ও শিশু। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তারা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। পৌরশহরে সদর হাসপাতালসহ অন্তত ১০টির বেশি হাসপাতাল রয়েছে। নোটিশে তিনি উল্লেখ করেন, এলাকাভিত্তিক দৈনিক এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও লক্ষ্মীপুর পৌরসভায় প্রতিদিন ১৪ ঘণ্টার বেশি লোডশেডিং হয়।সরকারি সব গুরুত্বপূর্ণ অফিসগুলো পৌর এলাকায়। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সব কাজে ব্যাঘাত ঘটে। নোটিশে বলা হয়েছে, সরকারি প্রজ্ঞাপনের কোনো শর্ত পালন না করে বেআইনিভাবে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত লোডশেডিং দিয়ে আসছেন। তিনি সরকারি আইনের বরখেলাপ করছেন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাই দ্রুত সরকারি প্রজ্ঞাপন পালনে নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে নোটিশে।অন্যথায় সরকারি প্রজ্ঞাপন অগ্রাহ্য না করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হুশিয়ারি দিয়েছেন এই আইনজীবী। ইলিয়াস হাওলাদার বলেন,সরকার এক ঘণ্টা লোডশেডিং এর নির্দেশ দিয়েছে। কিন্তু লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বিভাগীয়ভাবে সেরা হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করাচ্ছে। জনগণের দুর্ভোগের বিষয়ে ভাবছেন না। তিনি বলেন, সম্প্রতি বাড়িতে গেলে দিনে ১৪ ঘণ্টার বেশি সময় লোডশেডিং দেখেছি। বাসাবাড়িতে বৃদ্ধ ও শিশুরা গরমে অসুস্থ পড়ে।অনেকের ঘরের ফ্রিজের খাবার নষ্ট হয়ে গেছে। তাদের সরকারি ওয়েবসাইটটি সর্বশেষ ২০১৮ সালে হালনাগাদ করা হয়।লোডশেডিং নিয়ে তারা কোনো তালিকা দেয়নি। এজন্য সরকারি প্রজ্ঞাপন পালন করে এলাকাভিত্তিক দৈনিক এক ঘণ্টা করে লোডশেডিং দিতে নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। এবিষয়ে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামীম ফরহাদ বলেছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নেই। এজন্য লোডশেডিং হচ্ছে। লিগ্যাল নোটিশের বিষয়টি আমার জানা নেই। এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৯৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন পিডিবি নির্বাহী প্রকৌশলীলক্ষ্মীপুরলোডশেডিং