লক্ষ্মীপুরে আরো নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। আজ সোমবার (৮ জুন) গত ২৪ ঘন্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন মোট ২৯০ জন। আর আগের মৃত্যু সংখ্যার সাথে এখনও যোগ হয়নি নতুন করে কোনো মৃত্যুর সংখ্যা। জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় নতুন ১ জন বেসরকারি কলেজের অধ্যক্ষ, গণপূর্ত বিভাগের ১ জন উপসহকারী প্রকৌশলী, ১ জন নার্স, সোনালী ব্যাংক কর্মচারী ১ জনসহ আরো ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় মহামারি বা ভয়ংকর করোনা ভাইরাসের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ২৯০ জনের। সদর উপজেলায় নতুন করোনা ভাইরাস শনাক্ত ১৬ জনের মধ্যে উপজেলার বসিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বকুল, জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, সদর হাসপাতালের একজন নার্সসহ সদরে মোট ১৩৮ জন। রায়পুর উপজেলায় নতুন করে আক্রান্ত সোনালী ব্যাংকের একজন কর্মচারীসহ মোট ৪৮জন। রামগঞ্জ উপজেলায় আক্রান্ত আরেকজন নারীসহ মোট ৫৭ জন। কমলনগর উপজেলায় ২৬ এবং রামগতি উপজেলায় মোট ২২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। লক্ষ্মীপুরে সিভিল সার্জন ডা.আব্দুল গফ্ফার এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান যে, গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরো ২ জন। নতুন একজনসহ আইসোলেশনে বর্তমানে ভর্তি রয়েছেন ১৫ জন। এদিকে সরকারী বেসরকারী অফিস, দোকান পাট, হাট বাজার খুলে দেয়ার পর থেকে নৌপথে এবং যানবাহনে কেউ কেউ মানলেও অনেকেই স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মানছেননা। এতে কোভিড-১৯ সংক্রমনের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এ ব্যাপারে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে জেলাবাসী মনে করছেন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৪৬ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন