ফাইল: ছবি

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ এক চেয়ারম্যানসহ নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এ ২৩ জন নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। তাদের মধ্যে জন সুস্থ্য হয়েছেন ৩৮ জন এবং মারা গেছেন একজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, নতুন আক্রান্তদের মধ্যে হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ওই ইউনিয়নের তিনজন, চরলরেন্স ইউনিয়নের ১১ জন, তোরাবগঞ্জ ইউনিয়নের তিনজন, চরকাদিরা ইউনিয়নের দুইজন, পাটারীরহাট ইউনিয়নের একজন ও চরফলকন ইউনিয়নের একজন বাসিন্দা রয়েছে। অন্য দু’জন রামগতি উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, বিভিন্ন উপসর্গ থাকায় আক্রান্তরা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে চিকিৎসা দেয়া হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

 

 

ভুলুয়াবিডি/এএইচ