লক্ষ্মীপুরে করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় একজন নারীসহ করোনা আক্রান্ত হয়ে আরো দু’জন মারা গেছেন। এরা হচ্ছেন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জের সাহেরা খাতুন (৫০) রামগঞ্জ উপজেলার আবুল হোসেন (৫০)। এ পর্যন্ত মোট মারা গেছেন ৮ জন। এ ছাড়াও নতুন করে কমলনগরে সোনালী ব্যাংক ম্যানেজার, রামগঞ্জে একজন পুলিশ সদস্যসহ আরো ৩৯ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪১৭ জন। লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এ তথ্যটি নিশ্চিত করেছেন। তবে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৯৯ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮৬জন। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে ডাক্তার-নার্স, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, ইমাম, নারী ও শিশু। এর মধ্যে মৃত্যুবরণ করেন- মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, নারীসহ মোট ৮জন। নৌপথে এবং যানবাহনে চলাচলে, হাট-বাজারে, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও অনেকেই শারীরিক দূরত্ব মানছেন না। এতে কোভিড-১৯ সংক্রমনের সংখ্যা প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩১৩ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন