ফাইল: ছবি লক্ষ্মীপুরে এক পুলিশসহ ১০ জন করোনায় আক্রান্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুুরে অব্যাহতভাবে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে ৫টি উপজেলার চারটি পৌরসভা এবং ১১টি ইউনিয়নে ৩০জুন পর্যন্ত দেয়া রোববার পর্যন্ত ১৩ দিন চলছে ঢিলেঢালাভাবে লকডাউন। এরই মধ্যে কোভিড ১৯ সংক্রমনের সংখ্যা প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে জেলায়। ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে একজন পুলিশসহ নতুন করে সদর উপজেলায় আরো ১০জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে সদরে কোভিড ১৯ আক্রান্ত হয়েছে ৩৮৭জন, রামগঞ্জ ১২৯, কমলনগর ১২১, রায়পুর ৭০ এবং রামগতি উপজেলায় ৬১জন। এ পর্যন্ত জেলায় কোভিড ১৯ আক্রান্ত হয়েছে মোট ৭৬৮জন এবং জেলায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১৫জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৮৯০জনের। নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৫৪৬টি। এতে পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ৭৬৮জন। সুস্থ হওয়ার ছাড়পত্র দেয়া হয়েছে এ পর্যন্ত ৩৩২জনকে। অপরদিকে রেডজোন হিসেবে লকডাউনের মাঝে মানুষ জরুরী সেবাসমুহ পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছেনা বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কোথাও কোনো জরুরী সেবা বা সার্ভিস কেন্দ্র খোলার খবর পাওয়া যায়নি। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৭৬ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন