করোনায় মৃত্যু লক্ষ্মীপুরে করোনায় আরও ১ জনের মৃত্যু,আক্রান্ত ১০৯৭ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গোলাম করিব (৮০) নামে নতুন করে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গত ২৪ ঘন্টায় ৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা আক্রান্ত হয়ে গোলাম করিব (৮০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। গোলাম করিব রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা মোট মৃত্যু হয়েছে ২৩ জনের। এ ছাড়াও নতুন করে আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদেরমধ্যে সদর ৪ জন, কমলনগর ২ জন এবং রামগঞ্জ উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১০৯৭জন। এদিন সুস্থ্য হয়েছেন ৪৭ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৭১৬ জন। জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে মানুষের বিভিন্ন গরু বাজার এবং হাটবাজারগুলোতে জটলা বেড়ে গেছে। মানুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করছেনা। মানুষের মধ্যে সচেতনাবোধ না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসছেনা বলে চিকিৎসকরা জানিয়েছেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৭০ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন করোনাভাইরাসমৃত্যুলক্ষ্মীপুর