লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যান’সহ তিন জনের মৃত্যু

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে ৫টি উপজেলায় রবিবার ৬ষ্ঠ দিনের মতো লক ডাউন চলছে। রেডজোন চলাকালে গত ২৪ ঘন্টায় একজন ইউপি চেয়ারম্যান ও একজন ব্যাংক কর্মচারীসহ আরো ৩ জন করোনায় নিয়ে মারা গেছেন।

এর মধ্যে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ সহ-সভাপতি মো. সহিদ উল্যা (৫৫) জ্বর, কাঁশি, শ্বাসকষ্টে করোনা উপসর্গ নিয়ে রোববার (২১ জুন) ভোর রাতে ঢাকাস্থ আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঢাকায় ইউ ইস্টেন নামে একটি বেসরকারি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, সদর উপজেলার রশিদপুর নিবাসী খোরশেদ আলম (৬৫) এবং লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, সদর পাবতীনগর সোনাপুর নিবাসী এনসিসি ব্যাংক রায়পুর শাখার কর্মচারী আনোয়ার হোসেন(৫২)।

তবে সরকারি হিসেব মতে এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু ১২জন। এ ছাড়াও গত ২৪ নতুন করে আরো ১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৫ জনে পৌঁছালো।

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সদরের দু’জনের মরদেহ ইসলামী কায়দায় স্ব-স্ব গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে ৬ষ্ঠ দিনের লকডাউনের ফলে জেলার পাঁচটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সব ধরণের ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর, আভ্যন্তরীন এবং দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেধে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। এর মাঝে অনেকে মানলেও কেউ কেউ স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব মানছেন না।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, আনসারসহ মানুষকে করোনা সম্পর্কে সঠিক পরামর্শ দিয়ে বুঝানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।

 

ভুলুয়াবিডি/এএইচ