লক্ষ্মীপুরে করোনা সংক্রমণে ইউপি চেয়ারম্যান 'নুরুল ইসলাম বাবুল'র মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা সংক্রমণে ইউপি চেয়ারম্যান ‘নুরুল ইসলাম বাবুল’র মৃত্যু

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা যান । তিনি চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি ছিলেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত কয়েকদিন থেকেই তিনি জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। গত ১৪ আগস্ট পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। অবশেষে আজ রোববার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এর আগে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার (১৪ জুলাই) রায়পুর উপজেলা কেরোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলা ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যান।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।