লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২২ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত দাদন মিয়া লস্কর (৫৫) উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ও (গাছ কাটার পেশাদার শ্রমিক)। স্থানীয়রা তাকে দাদন গাছি বলে ডাকতো জানিয়েছেন পুলিশ। নিহতের পুত্রবধূ শাহনাজ বেগম বলেন, তার শশুর দাদন মিয়া লস্কর পেশায় একজন গাছি ছিলেন। তিনি প্রতিদিন এর মতো বুধবার সকালে চরবংশী এলাকার রাঢ়ি বাড়ির খিজির আহম্মদের বাগানে কাজ করতে যান। এ সময় নারিকেল গাছ পরিস্কার করা অবস্থায় অবস্থায় হঠাৎ পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। অপরদিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র এর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমা আক্তার জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই দাদন মিয়া লস্করের মৃত্যু হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া জানিয়েছেন, গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে মরদেহটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। কারো বিরুদ্ধে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। পরে তারা নিহতের নিজ বাড়ীতে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করে। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৭৯ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন গাছ থেকে পড়ে মৃত্যুবৃদ্ধালক্ষ্মীপুর