লক্ষ্মীপুরে জসিম হত্যার নেপথ্যে প্রেম লক্ষ্মীপুরে জসিম হত্যার নেপথ্যে প্রেম ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরে কলেজছাত্র জসিম উদ্দিনকে (১৯) মোবাইল ফোনে ডেকে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে সন্ত্রাসীরা জসিমকে হত্যা করেছে বলে জানা গেছে। নিহত জসিম চন্দ্রগঞ্জ থানার কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এর ‘এইচএসসি’র শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর জসিমের বাবা আবুল কাশেম বাদী হয়ে ৯ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। এতে রৌশন আরা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌশন আরার মেয়ে পিংকি মোবাইল ফোনে জসিমকে ডেকে নিয়েছিল। এর আগে ৬ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের জাহানারাবাদ গ্রামে নিয়ে জসিমকে হত্যা করা হয়। জসিম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ৬ সেপ্টেম্বর দুপুরে জসিম তার বাবার ওষুধের জন্য চন্দ্রগঞ্জ বাজারে যায়। এ সময় পূর্বপরিচিত পিংকি মোবাইলে জসিমকে নোয়াখালীর বেগমগঞ্জের আমিন বাজারে ডেকে নিয়ে যায়। সেখান থেকে জাবেদ, মানিক, রাহাত, বাবুলসহ কয়েক সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে (জসিম) একই উপজেলা জাহানারাবাদ গ্রামে নিয়ে যায়। একপর্যায়ে তারা জসিমের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। জসিমের বাবা মুক্তিপণের টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত ৮টার দিকে জসিমকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী সাংবাদিকদের জানান, কলেজছাত্র হত্যার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার রৌশন আরার মেয়ে পিংকি ওই ছাত্রকে মোবাইলে ডেকে এনেছিল। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৬৮ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন জসিম হত্যাকাণ্ডনেপথ্যে প্রেমলক্ষ্মীপুর