লক্ষ্মীপুরে টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ লক্ষ্মীপুরে টেন্ডার ছাড়াই অর্ধকোটি টাকার গাছ কর্তনের অভিযোগ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কোনও টেন্ডার ছাড়াই নানা প্রজাতির অর্ধকোটি টাকার গাছ কর্তন’র অভিযোগ পাওয়া গেছে। বিনা টেন্ডারে চররমিজ ইউনিয়ন চৌমুহনী-শিলকুপ সড়কের অর্ধকোটি টাকার গাছ কেটে লুটে নেয়ার ঘটনায় বিচার দাবী করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এলাকাবাসী। তারা জানিয়েছেন, রামগতির উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌমুহনী-শিলকুপ সড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে দু’পাশের সরকারি গাছ কোনও প্রকার টেন্ডার ছাড়াই গাছ কেটে নিয়ে যান ওই এলাকার প্রভাবশালী গিয়াস উদ্দিন। গিয়াস উদ্দিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গিয়াস উদ্দিন জানান, তিনি রামগতি ইউএনও মৌখিক অনুমতিতে কেটেছেন। যদিও বিষয়টি রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, এ বিষয়টি সম্পর্কে আগে তিনি অবগত ছিলেন না। শুনার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন বলে জানান তিনি। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২০৪ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন লক্ষ্মীপুরসরকারি গাছ কর্তন