লক্ষ্মীপুরে নতুন করে ১৬ জন শনাক্ত লক্ষ্মীপুরে নতুন করে ১৬ জন শনাক্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় শনাক্ত সদর ১২ জন, রামগঞ্জ ৩ জন এবং রামগতি উপজেলায় ১জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২’শ পেরিয়ে ১২০১জনে দাঁড়িয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এ তথ্যটি নিশ্চিত করেছেন। ডা. আব্দুল গফ্ফার জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় দু’জন ইউপি চেয়ারম্যানসহ করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭জন। তবে করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৯জন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে রয়েছেন- জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী,পুলিশ, আন্সার, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ এর কর্মকর্তা-কর্মচারীসহ প্রকৌশলী ও ব্যাংকার রয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৮’শ ৯৮ জন। তবে সম্প্রতি আগের তুলনায় নমুনা পরীক্ষা কম হচ্ছে ও এতে শনক্তের সংখ্যাও কিছুটা কমে গেছে বলে এলাকাবাসী জানায়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৬ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন করোনাভাইরাস টেস্টলক্ষ্মীপুর