ফাইল: ছবি লক্ষ্মীপুরে নতুন শনাক্ত ২২, মৃত্যু ২ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুুর সদর উপজেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টে করোনা উপসর্গে হাসন্দি এলাকার ৭০ বছরের ওসমান গণি ও একই উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৬৫ বছরের স্কুল শিক্ষক নাজির উল্যা মারা গেছেন। তবে এ পর্যন্ত করোনা উপসর্গে ৫৭ জন মারা গেলেও সরকারি হিসেব মতে ব্যক্তিদের নমুনা সংগ্রহের পর ১৩ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর দুই জন করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মারা যায় ১৫ জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা ও করোনা উপসর্গে মারা যাওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে এলাকায় রেডজোন হিসেবে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার ৪টি পৌরসভা এবং ১১টি ইউনিয়নে শনিবার পর্যন্ত ১২দিন ধরে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। এছাড়া প্রতিদিনই দীর্ঘ হচ্ছে কোভিড-১৯ এর আক্রান্ত তালিকা। গত ২৪ ঘন্টায় পল্লী বিদ্যুৎ ও পিআইও অফিসের দু’জন প্রকৌশলীসহ নতুন করে আরও ২২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাত’শ ঘর পার হয়ে সাত’শ ৫৯জনে পৌঁছেছে। অপরদিকে জেলার ৫টি উপজেলার চারটি পৌরসভা এবং ১১টি ইউনিয়ন রেডজোন হিসেবে ১২ দিনের লকডাউন চলছে। এতে করে মানুষ জরুরি সেবাসমূহ পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে কোনো সেবা বা সার্ভিস কেন্দ্র খোলার খবর পাওয়া যায়নি। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১২৮ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন