লক্ষ্মীপুরে স্বাধীনতা পতাকা উত্তোলনের অর্ধশত বছর পূর্তি পালিত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বাধীনতা পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি লক্ষ্মীপুর জেলা কমিটি। দলের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মনছুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন- অধ্যক্ষ আবদুল মোতালেব, প্রফেসর হারুনুর রশিদ বাবুল, সাবেক ছাত্রনেতা এবং জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাশেম মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা আবু নূর সেলিম প্রমূখ। বক্তাগণ ২রা মার্চকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবী জানান। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৯০ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন পতাকা উত্তোলন দিবসলক্ষ্মীপুর