লক্ষ্মীপুরে এক পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ সদস্য আব্দুর রহমান (৫৫, কং-২৫৩) আকস্মিকভাবে শুক্রবার দিনগত রাতে মৃত্যুবরণ করেছেন।

 

জানা গেছে, শুক্রবার কর্মস্থল দত্তপাড়া পুলিশ ফাঁড়ি থেকে তিনি ছুটি নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে যান। বাড়ীতে পৌঁছার পর রাত প্রায় ১০টায় নিজের বাড়িতে তিনি মারা যান। এর আগে শুক্রবার সকালে কোমর ব্যথা ও হার্টের সমস্যা ও বিভিন্ন সমস্যা নিয়ে জেলা সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন।

চিকিৎসকের কথা না শুনে পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতাল থেকে কর্মস্থল দত্তপাড়া পুলিশ ফাঁড়ি এসে ১৫ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া সাতিয়াকান্দি গ্রামের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর আকস্মিকভাবে তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক পুত্র রেখে যান। তবে করোনা পরীক্ষার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগ মৃত পুলিশ সদস্য আব্দুর রহমানের নমুনা সংগ্রহ করেছে।

ভুলুয়াবিডি/এএইচ