লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী'র আর্থিক সহায়তা পেলেন ৩৩ জন সাংবাদিক লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা পেলেন ৩৩ জন সাংবাদিক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’র বিশেষ তহবিল থেকে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে মনোনিত প্রত্যেক সাংবাদিককে চেকের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ৩৩ জনকে এই আর্থিক সহায়তা দেয়া হয়। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন এ আয়োজন করে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল। এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। এই চলমান দুর্যোগে নানা সমস্যায় জর্জরিত হয়েও লড়াই অব্যাহত রয়েছে সাংবাদিকদের। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। এটা সত্যিই প্রশংসনীয়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৩০ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন আর্থিক সহায়তাপ্রধানমন্ত্রী শেখ হাসিনালক্ষ্মীপুরসাংবাদিক