লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নদী বাঁচাতে পোনা অবমুক্ত করণ

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নদী বাঁচাতে পোনা অবমুক্ত করণ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুরের রহমতখালী নদীকে পূর্ণজীবন ফিরিয়ে দেয়ার লক্ষ্যে ওই নদীতে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জাতির জনকের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষা ও গবেষনামূলক সংগঠন আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যোগে রোববার (১৬ আগষ্ট) সকালে নদীর ৫টি পয়েন্টে দেশীয় বিভিন্ন প্রজাতির (রুই, কাতল, তেলাপিয়া) এসব মাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন। আরো ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা নিশাদ ভূঁইয়া, সোহাগ পাটোয়ারী প্রমুখ।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।