লক্ষ্মীপুরে বাস চাপায় যাদৈয়া আলীম মাদরাসা ছাত্র নিহত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলীম মাদরাসা এলাকায় বাসের চাপায় কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র মো.জাবের হুসাইন নিহত হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের লক্ষ্মীপুর সদর উপজেলা যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবের হুসাইন টুমচর কামিল মাদরাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে। পুলিশ জানিয়েছেন, আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন জাবের হুসাইন।এসময় জাবেদ যাদৈয়া আলীম মাদ্রাসা কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ১টি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় জাবের। এরপরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, যাত্রীবাহ বাসের চাপায় জাবের হুসাইন নিহত হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৫ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন নিহতমাদরাসা ছাএলক্ষ্মীপুরসড়ক-দুর্ঘটনা