লক্ষ্মীপুরে বিদেশি মদ-বিয়ার'সহ আটক ১ লক্ষ্মীপুরে বিদেশি মদ-বিয়ার আটক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প এর উদ্যোগে সোমবার রাতে সদর উপজেলার জকসিন বাজার বন্ধন রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে আমজাদ হোসেন রাজিব প্রকাশ রাজু (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ এবং ২৩ বোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়। রাজু নোয়াখালী জেলা সেনবাগ থানা দক্ষিণ রাজারামপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার জকসিন বাজারে অভিযান চালিয়ে আমজাদ হোসেন রাজিব প্রকাশ রাজুকে আটক করে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ ও ২৩ বোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়। সে এসব বিদেশি মদ-ফেন্সিডিল কুমিল্লা থেকে এনে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করছে বলে র্যাবকে জানায়। লক্ষ্মীপুর র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৩৩ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন আটকবিদেশি মদ-বিয়ারলক্ষ্মীপুর