লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ২৫, ২০২২ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় বিদ্যুতায়িত হয়ে শিপন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৫ মে) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন বসুদুহিতা গ্রামের মন্দারবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিপন আক্তার ওই বাড়ির দিনমজুর লিটনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। মৃতের স্বামী লিটন বলেন, ‘আমার স্ত্রী প্রবাসী শাহজাহানের বাড়ির ছাদে আম শুকাতে গেলে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা লাইন বন্ধ করে তাঁকে উদ্ধার করেন।’ চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই পরিবারের কোনো অভিযোগ নেই। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৭৮ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন নারীবিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুলক্ষ্মীপুর