মুক্তিযোদ্ধার স্মৃতিচারন ও বই বিতরণ লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার স্মৃতিচারন ও বই বিতরণ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ এর ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী নানা আয়োজনের অংশ বিশেষ মুক্তিযোদ্ধার স্মৃতিচারন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি রেস্তরায় আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির জেলা সমন্নয়কারী কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন আহমেদ। এতে আরও ছিলেন- মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, জেলা কমান্ডার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আমির হোসেন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে গুরুত্বারোপ করে দেশের স্বাধীনতা রক্ষায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ তাঁর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা বিষয়ক বই বিতরণ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৬৩ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন বই বিতরণমুক্তিযোদ্ধালক্ষ্মীপুরস্মৃতিচারন