লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ নিহত

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোটরসাইকেল চালক আবদুর রহিম শুভ (৩৫) নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) দিনগত রাত সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক সাহাপুর শিশুকল্যাণ পরিবারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগ আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক।তিনি সাহাপুর মিজি বাড়ি আবদুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সড়কের বেশির ভাগ স্থানে ফোসকা উঠে সড়কের অবস্থা বেহাল রয়েছে। এ ছাড়াও সড়ক দিয়ে সাধারণ মানুষ চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বুধবার রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা (শুভ) মোটরসাইকেলে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা সাহাপুর শিশুকল্যাণ পরিবার এলাকায় তিনি পৌঁছলে সড়কের গর্তে চাকা পড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক আবদুর রহিম শুভ দুর্ঘটনায় নিহত হন। ঘটনাটি দুঃখজনক। ওইদিন রাতে দুর্ঘটনার পর নিহতের স্বজনরা জীবিতভেবে শুভকে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে তার স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে এসেছেন।

 

ভুলুয়াবিডি/এএইচ

সংবাদটি শেয়ার করুন।