ফাইল: ছবি

লক্ষ্মীপুরে শরীরে করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার কর্মসূচি পালন

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে জনসমাগম সৃষ্টি করে বৃক্ষরোপন করেছেন করোনা আক্রান্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বুধবার (২৪ জুন) বিকালে জেলা শহরের ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি। এরআগে মঙ্গলবার বিকালে নিজ বাসভবনে কর্মীদের নিয়ে পালন করেছেন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাহবুব ইমতিয়াজ, মানব পাচারের অভিযোগে কুয়েতে আটককৃত লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ শহীদুল ইসলাম পাপুলের স্থানীয় প্রতিনিধি আদনান চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, পৌর কৃষক লীগের আহ্বায়ক রাজু আহম্মদ’সহ আরও অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে নমুনা দিয়েছেন অ্যাডভোকেট নয়ন।এরপর স্বাস্থ্যবিভাগের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা মানেননি।

নমুনা দেয়ার দিন নিজ বাসভবনে করেছেন প্রতিষ্ঠাবার্ষিকী পালন। পরের দিন জনসমাগম সৃষ্টি করে জেলা আওয়ামী লীগের ব্যানারে করেন বৃক্ষরোপন। করোনা (কোভিড-১৯) একটি চোঁয়াছে রোগ। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এর ভুলের জন্য করোনা ঝুঁকিতে রয়েছে তার নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন জানিয়েছেন, সন্দেহ থেকে নমুনা দিয়েছেন, তবে করোনাভাইরাস উপসর্গ ছিল না। এজন্য জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তাছাড়া করোনা পজেটিভ আসার পর কোনো প্রোগ্রামে অংশগ্রহন করেননি।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) সকালে করোনা পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নমুনা দিয়ে আসেন অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। পরবর্তীতে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে।

 

 

ভুলুয়াবিডি/এএইচ