লক্ষ্মীপুরে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে রবিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় জেলা শ্রমীকলীগকে সুসংগঠিত করতে নেতারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পরে জন্মদিনের কেক একে অপরকে খাইয়ে আনন্দ উল্লাস করেন নেতা-কর্মীরা। এ সময় বক্তরা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।