লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ আব্দুর রহমান বিশ্বাস,কমলনগরঃ লক্ষ্মীপুর কমলনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ মতিরহাট সড়কে দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিজাম (৩০) ঘটনাস্থলে দুর্ঘটনায় অচেতন হয়ে যায়। এছাড়া বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী নিজামকে মৃত ঘোষণা করেন।এছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার দুপুরে দুটি মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩৭৪ শেয়ার করুন সড়ক দুর্ঘটনা শেয়ার করুন