লক্ষ্মীপুরে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মহিন নামে সিএনজি চালিত এক অটোরিক্সা চালককে হত্যা মামলায় ২ আসামী মোহন ও তারেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে ওই দুই আসামীর আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। অপর এক মাদক মামলায় একই আদালত এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন, সদরের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা মাইন উদ্দিনের ছেলে মোহন ও রশিদপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে তারেক। অপর মাদক মামলায় সাজা পেলেন টেকনাফের পানখালি এলাকার জালাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন। লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসিম উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন। আদালত ও মামলার এজহারের বরাদ দিয়ে তিনি জানান, রায়ের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ মোহন হোসেন ও মোঃ তারেক ওই সময় ২০১৩ সালের ২৭ জুলাই রাতে রামগঞ্জ থেকে সিএনজি ভাড়া করে নিয়ে এসে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের বিজয় নগর গ্রামে চালক মহিনকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জুলাই নিহতের পিতা সুলতান আহমেদ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে সদর থানায় হত্যা মামলা করে। এরপরে পুলিশ শহরের রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ীর সামনে থেকে সিএনজিটি উদ্ধার করে এবং মামলার তদন্ত করে গত ২০১৪ সালের ১৩ জানুয়ারি মোহন ও তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ জন স্বাক্ষার সাক্ষ্য গ্রহণের পর তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামী মোহন আদালতে উপস্থিত ছিলেন না। এদিন একই আদালতে একই দিন অপর এক মাদক মামলায় গিয়াস উদ্দিন নামে একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামী পক্ষের আইনজীবী আফরোজা ববি উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। জানা যায় ২০১৮ সালে ৪ নভেম্বর টেকনাফ থেকে পেটের ভেতর করে ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার পথে সদরের দালাল বাজার এলাকা থেকে গিয়াস উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এরপরে হাসপাতালে নিয়ে পেটের ভেতর থেকে ১১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে সাজা দেন আদালত। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৪৯ শেয়ার করুন আইন আদালত শেয়ার করুন আইন আদালতযাবজ্জীবন কারাদণ্ডলক্ষ্মীপুর