ফাইল: ছবি

লক্ষ্মীপুরে হীরামনি হত্যা ও ধর্ষণের বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে নবম শ্রেণির স্কুলছাএী হীরামনি হত্যা ও ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা এবং সর্বোচ্চ শান্তি নিশ্চিতের দাবিতে জেলা বাম প্রগতিশীল সমন্বয় কমিটি মানববন্ধন করে।

বুধবার (০১ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনের আহ্বায়ক এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কমরেড আবদুর রাজ্জাক।

অন‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম‍্যবাদী দলের জেলা কমিটির সদস‍্য কমরেড দিদার হোসেন, বাসদ জেলা কমিটির আহ্বায়ক কমরেড এম এ মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাম প্রগতিশীল সমন্বয় কমিটির সদস‍্য সচিব এডভোকেট মিলন মন্ডল।

এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন সর্বপরি নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। বক্তারা ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ‍্য আইনকে আরো কঠোর ভাবে প্রয়োগের দাবী জানান। সমাজে সকল দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সকলকে একযোগে সোচ্চার হওয়ার আহবান জানান। এ মানববন্দনে বিপুল সংখ্যক লোক সমাগত হয়।

উল্লেখ্য, গত ১২ জুন শুক্রবার দিনে-দুপুরে নিজ ঘরে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে র্দূবৃত্তরা। পরের দিন নিহতের মা ফাতেমা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।এ ঘটনার পর জেলাজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয় লক্ষ্মীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

ঘটনার কয়েকদিন দিন পূর্বে ঐ স্কুল ছাত্রীর পিতা হারুনুর রশীদ ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নবম শ্রেণি পড়ুয়া মেয়ে হীরামনিকে বাড়িতে রেখে তার মা ছোট ২ ছেলে-মেয়ে নিয়ে ঢাকায় চিকিৎসারত স্বামীর কাছে ঢাকায় ছিলেন।

এই সুযোগে ফাঁকা বাড়িতে ঐদিন (১২ জুন) শুক্রবার দুপুরে হীরামনিকে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে, পরে শ্বাসরোধ করে হত্যা করার পর অর্ধউলঙ্গ লাশ ফেলে রেখে তারা দ্রুত পালিয়ে যায়।

 

ভুলুয়াবিডি/এএইচ