লক্ষ্মীপুরে ১’শ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: ব্যাংক ড্রাফটের মাধ্যমে শুধুমাত্র ১শ’ টাকা জমা দিয়ে পুলিশ বাহিনীতে চাকরি পেলেন লক্ষ্মীপুর জেলার ৩৬ জন তরুণ-তরুণী। শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে শারীরিক যোগ্যতাসম্পন্ন ও মেধাবীদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নিয়োগ বোর্ডের প্রধান লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম) নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়োগ সম্পন্ন করে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা শেষে জেলার ৩৬ জন তরুণ-তরুণীকে চাকরি দেয়া হয়। ব্যাংক ড্রাফটে একশ’ টাকা জমা দিয়ে পুলিশে যোগ দিতে হাজার হাজার তরুণ-তরুণী অংশ নেয়। ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ এর সকল পর্যায় শেষ করে ১১ দিনের বিভিন্ন ধাপের শেষ দিন ছিল বুধবার। লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় এদিন রাত ১২টায়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে প্রাথমিকভাবে মনোনিত ৩৬ জন নারী ও পুরুষের নাম ঘোষণা করা হয়। এতে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোহাম্মদ সোহেল মাহমুদ, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আকরামুল হাসান এবং সার্বিক সহযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মুহাম্মদ রাইসুল ইসলাম, আরওআই সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ। পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, নিয়োগ প্রাপ্তদের সব ধরনের মেডিক্যাল চেকআপ বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়। যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া অন্যতম একটি ধাপ। ১’শ টাকায় পুলিশে চাকরি পাওয়া সকলের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩২৪ শেয়ার করুন চাকরির খবর শেয়ার করুন পুলিশে চাকরিলক্ষ্মীপুর