লক্ষ্মীপুরে ৩ ইউপির উপ-নির্বাচনে আ’লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

লক্ষ্মীপুরে ৩ ইউপির উপ-নির্বাচনে আ’লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী প্রার্থী চুড়ান্ত হয়েছে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ, রামগঞ্জ উপজেলার ইছাপুর ও রায়পুরের কেরোয়া ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, যাচাইবাচাই শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর আগে ৩ টি ইউনিয়নের চেয়ারম্যানরা সম্প্রতি করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ মারা যাওয়ায় ৩ টি ইউনিয়নে চেয়ারম্যানের পদ শূর্ণ্য হয়।

এ ছাড়াও ওয়ার্ড পর্যায়ে আসন্ন উপ-নির্বাচন একই তারিখে অনুষ্ঠিত হবে। এবং জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ও কমলনগর উপজেলার চর কাদিরা ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্ধারিত তারিখে ভোট গ্রহন অনুষ্টিত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু জানান, দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সোমবার লক্ষ্মীপুর জেলার তিনটি ইউনিয়নের উপ-ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন-

সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে নুরুল আমিন,রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে শাহনাজ আক্তার ও রায়পুর উপজেলার কোরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা।

এদিকে, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমান জানান, বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচন এ পর্যন্ত সুষ্ঠু হয়নি। এ কারণেই দলের নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে খুব একটা বেশি আগ্রহী নন।
এরপরেও দলীয় সিদ্বান্তে দুইটি ইউপিতে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তাঁরা হলেন-

সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ চন্দ্রগঞ্জ ইউনিয়ন এবং রায়পুর উপজেলা কেরোয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সরকার কোরোয়া ইউনিয়ন উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্তে ধানের র্শীষ প্রতীকে মনোয়ন দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন জানান, জেলার ৩ টি ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান ও দুটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২০ অক্টোবর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।এ জন্য স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসারগণ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, আসছে ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহন করা হবে। ওইদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহনের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।