লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোঘণা লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাত ও সম্পাদক পদে মোসাদ্দেক হোসেন নির্বাচিত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সমিতির কার্যালয়ে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত ১০টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আজগর হোসেন মাহমুদ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ। নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আবুল খায়ের ও মোঃ অলি উল্যাহ চৌধুরী,সহ-সম্পাদক মাহবুবুল করিম টিপু ও শাহাদাৎ হোসেন বাবুল, পাঠাগার সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম মহসিন, বিনাপ্রতিদ্ধন্ধিতায় সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এড. জোবায়ের আল মামুন অনিম। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান মানিক, মোঃ ফজলে এলাহী, মোঃ আব্দুর রহীম রাজু, আফরোজা ববি, মোঃ শামছুল ইসলাম। নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কৃষ্ণ দুলাল দাস ও বেলাল উদ্দিন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১০৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন আইনজীবী সমিতি নির্বাচনলক্ষ্মীপুর