লক্ষ্মীপুর-২ উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ লক্ষ্মীপুর-২ উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে-২ রায়পুর আসনের উপ নির্বাচনে দুই প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে এই দুই প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়। লক্ষ্মীপুর-২ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা) ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ ফয়জুল্লা শিপন (লাঙ্গল)। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যাচাই-বাছাই শেষে তাদের বৈধ ঘোষণা করা হয়। আগামী ১১ এপ্রিল এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত; ২৮ জানুয়ারি ঘুষ প্রদানের অভিযোগ মামলায় কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্যপদ শুন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর গত ৩ মার্চ ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আসছে ১১ এপ্রিল ভোট অনুষ্ঠানের কথা রয়েছে এ আসনে। https://buluyabangladesh.com/wp-content/uploads/2021/03/Lakshmipur-Election-Assign-Symbols-Footage-25.03.2021.mp4 ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৮ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন উপ-নিবার্চনলক্ষ্মীপুর-২