লন্ডন প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা আব্দুস ছালিক আর নেই লন্ডন প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা আব্দুস ছালিক আর নেই ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ যুক্তরাজ্যের লন্ডনে বাঙালি কমিউনিটির নেতা আব্দুস ছালিক আর নেই (ইন্না লিল্লাহ … রাজিউন)। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টায় রয়েল লন্ডন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত নানান জটিল রোগ নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুস ছালিম। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আব্দুস ছালিক ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ব্রিকলেইনকে বাংলা টাউনে রূপান্তরিত করা, আলতাব আলী পার্ক নামকরণ, ওই পার্কে শহীদ মিনার প্রতিষ্ঠা, বৈশাখী মেলা, লন্ডনে বাংলা ভাষা চর্চাসহ বাংলাদেশিদের বিভিন্ন দাবি প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। সিলেটপ্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি ছিলেন আব্দুস ছালিক। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৮৯ শেয়ার করুন প্রবাস শেয়ার করুন প্রবাসলন্ডন